Posts

কষ্টের ঘর,,,

শূন্যতা কষ্টের কবি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, শূন্যতা আজ আমার বুকে, এক আকাশ কষ্ট নিয়ে, নীলিমার ঐ নীল সাগরের ঢেউ আঘাত করে আমার এই হৃদয়টাকে, অস্থির মন তোমাকে ভাবে, কিছুতেই ভুলতে না পাড়ে।।।।। না পাওয়ার যন্ত্রনা, সীমাহীন বেদনা, অবুঝ হৃদয়ের রক্তক্ষরণ,,,, সবটুকু ঝড়ে পরে।।।। তবু তুমি এলেনা, আমার এই অগোছালো মনের ঘরে। তবুও শূন্য এ হৃদয় আজো তোমার প্রতিক্ষায়,,, ধুকে ধুকে ভাবছে বসে, যদি কখনো আসো ফিরে, সেই সব বাধা সীমানা পারি দিয়ে, আমার এই শূন্য হৃদয় ঘরে।। কষ্টের কবি, সাদিন

বাংলা কষ্টের কবিতা

কেন কাদালে আমায় সাদিন সেদিন আমার মনটা খুব খারাপ ছিল, তোমার কথা বার বার মনে পরেছিল, ভিশন মিস করেছিলাম তোমাকে,,, ,,, সন্ধ্যা গড়িয়ে এলো, ঠিক তখনই আমার ফোনটি নিয়ে তোমাকে কল করেছিলাম আর বলেছিলাম, কেন ভালোবাসো,,,,,? এই আমাকে??? তোমার উত্তর শুনে সত্তি মূগ্ধ হয়েছিলাম আমি,,, তোমার উত্তর একটি মাত্র শব্দ ছিলো ''জানিনা'' আসলে ভালবাসা মানুষের অজান্তেই মানুষের অন্তরে প্রবেশ করে তাই না?? সেদিন কথার মাঝে তোমাকে আমার অজান্তেই আর একটি প্রশ্ন করেছিলাম,,, তোমার যদি বিয়ে হয়ে যায় তুমি কি করবে,, , ,? তোমার উত্তর শুনে আমি খুবই আনন্দীত হয়েছিলাম। ।।। "কার আছে এত বড়ো সাহস" হাহাহা,,,,, এ আনন্দ যেন আমার পৃথিবীর শ্রেষ্ঠ আন্দ ছিল গো সত্ত্বি, আজ যখন বলছো তুমি তোমার পরিবারের সিদ্ধান্তে অন্য কাউকে আপন করে নিতে চেয়েছ,,,,,,,তখন বুঝলাম এই সবই তোমার অভিনয়।।।।। ধন্য তোমার অভিনয় যে এতো নিখুঁত ভাবে করতে পেরেছো।। ।। আমাকে কাদিয়ে, তুমি যদি সুখ পাও ,, , তবে আমি তোমার জন্য সারাজীবন কেদে যাব।। ।।।